
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। গণতন্ত্র হরণ করে ১৭ বছর আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। তিনি বলেন, ২০১৮ সালে ভোট দিতে পারিনি। ২০২৪ সালের ডামি নির্বাচনে মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে গজারিয়া স্পোটিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। গত ১০ মাস ধরে ঐক্য কমিশন আলোচনার নামে নাটক ও যে রিপোর্ট জমা দিয়েছে তা দেশের মানুষের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, অনেক কিছুতে মতামত ভিন্ন থাকা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে ও দেশের...
Developed by BDITHOST