
অনলাইন ডেস্ক : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলোই চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নির্বাচনে সহযোগিতা চেয়ে সরকারের বিভিন্ন বিভাগকে চিঠি দেওয়া হচ্ছে। এবার সিটি করপোরেশনের ভোটগুলো নিরপেক্ষ করতে মন্ত্রিপরিষদ বিভাগকে বিশেষ বিধানের কথা মনে করিয়ে দিয়ে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর বিধান অনুসরণ এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা প্রদান করতেই চিঠি দিয়েছে ইসি। ইসির চিঠিতে লেখা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন পরিচালনার...
Developed by BDITHOST