
স্টাফ রিপোর্টার : ভোলাহাটের এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও অর্থ আত্মসাতের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী ফটোজাার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের সোলেমান মিয়ার ছেলে ও ইউসুফ আলী ওয়াকফ এস্ট্রেটের মোতাআলি মসিউর রহমান মাসুদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী বলেন, গত ২৫ আগস্ট ভোলাহাট থানায় তার ফুফাতো ভাই বেলাল তার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন তা সঠিক নয়। তিনি বেলালকে ২০১৮ সালে ১০ বছরের জন্য তার পুকুর লিজ দিয়েছিলেন। প্রায় ৫ বছর ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। এই ৫ বছরের মধ্যে লিজ দেওয়া পুকুরে তিনি একবারও যাননি। অথচ গত ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টার সময়...
Developed by BDITHOST