নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:৪৬। ৩ আগস্ট, ২০২৫।

ভোলাহাটে যুবক-যুবতীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

আগস্ট ৩, ২০২৫ ৬:৩৩
Link Copied!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির সমৃদ্ধির আওতায় উপজেলার তরুণ কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ অনুষ্ঠান রোববার (৩ আগষ্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর উপজেলা কো-অডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলার শতাধিক তরুণ, কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।