সময় মতো ভ্যাট পরিশোধ না করা, ভ্যাট ফাঁকি বা ব্যর্থতার কারণে যেসব জরিমানা করা হয়ে থাকে, সে ক্ষেত্রে আগামী অর্থবছরের বাজেটে বেশ ছাড় দিয়েছে সরকার। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক্ক আইন-২০১২-এ জরিমানা ও সুদের হার সহনীয় করার জন্য তিনি বেশ কিছু প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নির্ধারিত তারিখের মধ্যে মূসক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ জড়িত রাজস্বের 'সমপরিমাণ'-এর পরিবর্তে 'অনূ্যন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ' করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে করদাতাদের অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে জরিমানা আরোপ না করা এবং বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ে দাখিলপত্র পেশ না করা হলে...
Developed by BDITHOST