নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৩৫। ২৫ মে, ২০২৫।

মদ্রিচের শূন্যতা পূরণে আর্জেন্টাইন তারকায় নজর রিয়ালের!

মে ২৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। জুন-জুলাইতে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ দিয়ে তিনি লস ব্লাঙ্কোসদের ছেড়ে যাবেন। তবে এরই মাঝে মিডফিল্ডে বড় নাম যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে রিয়াল। যদিও তাদের নজরে থাকা এনজো ফার্নান্দেজকে পাচ্ছে না বলেই আপাতত খবর। ফলে রিয়াল এখন আরেক আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়াতে যাচ্ছে!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’–এর বরাতে বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ লিভারপুল ও আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি ম্যাক-অ্যালিস্টারকে লুকা মদ্রিচের জায়গায় দলে নিতে চায়। যদিও আর্নে স্লটের অধীনে এই বিশ্বকাপজয়ী তারকা খুবই গুরুত্বপূর্ণ ও লিভারপুলের অপরিহার্য ফুটবলারে পরিণত হয়েছেন। সম্প্রতি ৩৯ বছর বয়সী ক্রোয়াট তারকা গ্রীষ্ম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  বিরূপ পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত এলো আইপিএলে

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস’র তথ্যমতে, লিভারপুলে রোমাঞ্চকর এক মৌসুম কাটানো ম্যাক অ্যালিস্টার রিয়ালে মদ্রিচের শূন্যতা পূরণে সম্ভাব্য নামগুলোর মধ্যে সামনের দিকেই আছেন। যদিও ইংলিশ ফুটবলের এপ্রিল মাসের সেরা হওয়া এই তারকাকে অলরেডরা ছাড়বে কি না সেটাই দেখার বিষয়। ম্যাক অ্যালিস্টার নিজেও বর্তমানে অ্যানফিল্ডের দলটিতে ‘ক্যারিয়ারের সেরা মুহূর্ত’ কাটাচ্ছেন বলে মন্তব্য করেন।

সবমিলিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডারকে পাওয়া অতটা সহজ হবে না রিয়ালের জন্য। দলবদলের বাজারে বর্তমানে ম্যাক অ্যালিস্টারের মূল্য ৯০ মিলিয়ন ইউরো। ওই দামে তাকে কেউ কিনে নিলে লিভারপুল তাদের বিনিয়োগের পুরো অর্থ এবং লাভ তুলে নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই। ২০২৩ সালের আগস্টে তারা এই আলবিসেলেস্তে তারকাকে ৪০.৭ মিলিয়ন ইউরোতে ব্রাইটন থেকে দলে ভিড়িয়েছিল। কিন্তু লিগ টাইটেল জেতা লিভারপুল এখনই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা সাধারণ দৃষ্টিতে কমই মনে হতে পারে। ইতোমধ্যে তাদের ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড রিয়ালে যাওয়ার প্রক্রিয়ায় আছেন।

আরও পড়ুনঃ  ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

ম্যাক-অ্যালিস্টারের স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন অবশ্য নতুন নয়। যা নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও তার কাছে জানতে চেয়েছিল। সরাসরি কিছু না বললেও রিয়ালে যাওয়ার ব্যাপারে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি, ‘আমাকে নিয়ে ছড়ানো গুঞ্জন ও সংবাদ কি আমার পড়া উচিৎ? আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কী ঘটছে তা। এই ক্লাব (লিভারপুল) আমাকে এখন যতটা পছন্দ করছে, যদি একটি উইকেন্ড খারাপ যায়, এখনকার মতো আগ্রহ আর থাকবে না।’

আরও পড়ুনঃ  ১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?

ম্যাক অ্যালিস্টারকে নিয়ে গুঞ্জনের মাঝেই এনজোর প্রতিও নজর ছিল রিয়ালের। তবে গতকাল তাদের আশা গুড়েবালি করে দিয়েছেন চেলসির কোচ এনজো মারেসকা। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘এনজো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ও মাঠে নেতৃত্ব দেওয়া ফুটবলারের একজন। সে দারুণ একটি মৌসুম কাটিয়েছে, পরবর্তী বছর আরও ভালো হতে পারে। সুতরাং, এখন কোনো গুঞ্জন কিংবা আলোচনা নয়। সে আমাদের দিকেই মনোনিবেশ করছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।