
অনলাইন ডেস্ক : ইলিশ প্রজনন মৌসুমের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে মাছ ধরতে নদীতে নামবেন জেলেরা। যার ফলে পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরসহ উপকূলের হাজারো জেলে ইতোমধ্যে ইলিশ শিকারে নামার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। মৎস্য কর্মকর্তারা আশা করছেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন দেশের ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এসময় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো ৪ শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে দুই...
Developed by BDITHOST