
অনলাইন ডেস্ক : রাজধানীতে মধ্যরাতে বেশ কয়েকটি বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহন নামে আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহন নামে একটি বাসে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ২টার দিকে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন নামে একটি বাসে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে...
Developed by BDITHOST