নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:৫৮। ১ সেপ্টেম্বর, ২০২৫।

মনিরামপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

আগস্ট ৩১, ২০২৫ ৫:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা তারেক নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  লিটন-সাইফের ঝড়ে বাংলাদেশের বড় জয়

নিহত আশরাফুল মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড (মোবারকপুর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মোবারকপুর গ্রামের আজাহার মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে আশরাফুল ও তারেক রাজগঞ্জ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আশরাফুল নিহত হন। আহত তারেককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  শুটিং সেটে ঝগড়া আয়ুষ্মান-সারার, মার খেলো কলাকুশলীরাও!

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।