
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক থেকে একটু এগোতেই দেখা গেল শিক্ষার্থীদের জটলা। কী হচ্ছে, দূর থেকে বোঝার উপায় নেই । কাছে গিয়ে বুঝলাম, জনা পঞ্চাশেক শিক্ষার্থী ফরম পূরণ করছেন। চেকলিস্টনির্ভর এই ফরম পূরণ করে নিজেরাই নিজেদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা করতে পারবেন শিক্ষার্থীরা। কে কত নম্বর পেলেন, পাশের বন্ধুটির কী অবস্থা, এসব নিয়ে চলছিল আলোচনা। মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হোক, কথা হোক, সচেতনতা তৈরি হোক—এ উদ্দেশেই ২৪ মে দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রুয়েট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব। সহযোগী ছিল মানসিক স্বাস্থ্য সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’। ‘ব্রেকিং দ্য স্টিগমা’ এই ছিল অনুষ্ঠানটির নাম। দিনব্যাপী আয়োজনে বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ছাড়াও কর্মশালা, সরাসরি মনোবিদের পরামর্শ নেওয়ার সুযোগ ছিল। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসহায়তা দিয়েছেন মনের বন্ধুর পেশাদার...
Developed by BDITHOST