নাটোর প্রতিনিধি : অতীতে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অনেকের ব্যক্তি স্বার্থ থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যারা আগে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে শিল্প কারখানার মালিক ছিলেন। ফলে তারা শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারেননি। নিজেদের কারখানার লাভের দিকটাই তারা আগে দেখেছেন।’
ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, ‘অনেক শিল্প মালিক শ্রমিকদের কল্যাণে না ভেবে নিজেদের স্বার্থেই কাজ করেছেন। অথচ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত না হলে শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা—সবখান থেকেই নানা দিক থেকে চাপ আসছে।’
সরকার শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘গত আট মাসে আমরা দুবার আইএলও সম্মেলনে অংশ নিয়েছি। রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে না পারার কারণে এখনো আমাদের পুরো রপ্তানি নির্ভর করে আছে গার্মেন্টস শিল্পের ওপর। সম্ভাবনাময় খাত যেমন জাহাজ নির্মাণ শিল্পে আমরা এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি।’
শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক ইউনিয়নের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে। অহেতুক উত্তেজনা ছড়িয়ে কোনো কারখানার ক্ষতি করা যাবে না। একটি কারখানা বন্ধ হয়ে গেলে কর্মীদের পরিবার-পরিজনের জীবন সংকটে পড়ে।’
সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর জেলার ২৪ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।