অনলাইন ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রুস্তম আলী (৪২) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) রাত ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। নিহত রুস্তম আলী জেলার মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলীর ছেলে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এএসআই রুস্তম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত...
Developed by BDITHOST