অনলাইন ডেস্ক : ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের ২৩৩টি প্রতিষ্ঠানে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দুই সিটিতেই লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটারা। ইভিএম -এ ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা। কারণ এই পদ্ধতিতে ভোট দেয়া অনেক সহজ বলে মনে করছেন তারা। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের...
Developed by BDITHOST