
স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাইী পুঠিয়া উপজেলার বানেশ্বরে মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেড–এ র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এতে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ও কাঁচামালের মান যাচাই করেন র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এবং লাইসেন্স ছাড়াও ৩ টি পণ্য পাওয়া যায়। পণ্যের লেবেলিং, উৎপাদন পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা হয়। এব্যাপারে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, পুঠিয়া উপজেলা প্রশাসন, র্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে বানেশ্বরে মডার্ন কসমেটিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া, ভেজাল...
Developed by BDITHOST