
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এখন স্থানীয়ভাবেই ছড়াচ্ছে ডেঙ্গু। শহরের ৭০টি নমুনা পরীক্ষা করে ২৮টিতেই ডেঙ্গুর জীবাণুর বাহক এডিস মশার লার্ভার উপস্থিতি পেয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। এ অবস্থায় এডিস মশার বিরুদ্ধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি কলোনী এলাকায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। ১৫ দিনের এই অভিযানে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিস্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংসসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এডিস মশার বিরুদ্ধে নামা এ ‘যুদ্ধে’ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ৩০০ কর্মী এই কাজে নিয়োজিত থাকবেন। কর্মসূচির উদ্বোধনের সময় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল...
Developed by BDITHOST