নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:০৪। ২৩ জুলাই, ২০২৫।


Girl in a jacket

মাইলস্টোন ট্রাজেডি : মাঠে এক মিনিট নীরবতা পালন

জুলাই ২২, ২০২৫ ৭:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের আবহেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এ সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন মাঠে উপস্থিত দর্শকরাও।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে দুই শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। আজকের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না আজ।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৫

এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।