নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৬:৪৯। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও ২ শিক্ষার্থী

সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাফসা খাঁন (১১) ও মো. রাইয়ান (১৪) নামে দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া হাফসা খান মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর ও রাইয়ান ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এখন পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিমান বিধ্বংসের ঘটনায় আজ শিক্ষার্থী হাফসা খান ও রাইয়ানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের দু’জনের শরীরেরই ২২ শতাংশ ফ্লাইম বার্ন হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ১১ জন ভর্তি আছে। এ পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুনঃ  অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী শিক্ষকসহ হতাহত হয় এবং দগ্ধ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।