অনলাইন ডেস্ক : বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল জেতার তিনদিন পর নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। তবে তিনি নোবেল জেতায় দূতাবাস বন্ধ করা হচ্ছে— এমন কোনো তথ্য জানায়নি ভেনেজুয়েলা। দেশটির সরকার বলেছে, নিজেদের প্রবাসী সেবা পুনর্গঠনের অংশ হিসেবে নরওয়ের ওসলোতে তাদের দূতাবাস বন্ধ করা হচ্ছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কিন্তু দেশটি তাদের কোনো কারণ জানায়নি। গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়। তারা জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করায় তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল দিলেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাচাদোকে ‘পৈশাচিক ডাইনি’ হিসেবে অভিহিত করেছেন। ভেনেজুয়েলার দূতাবাস বন্ধের বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে ঘোষণা করেছে নরওয়ে। তারা...
Developed by BDITHOST