সুমাইয়া সুলতানা হ্যাপি,পাবনা : মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ কেজি গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালি উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিঅ্যান্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও...
Developed by BDITHOST