
অনলাইন ডেস্ক : জনসংখ্যা ও বহুতল ভবনের চাপে বসে যাচ্ছে বিভিন্ন শহর। কলকাতা ছাড়াও রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুকে ঘিরে যে তথ্য উঠে এসেছে, তা চিন্তাজনক। নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতের পাঁচটি মহানগরকে ঘিরে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। ভার্জিনিয়া টেক ও ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ-এর গবেষণায় সতর্ক করা হয়েছে, ভারতের পাঁচটি শহরের ২৩ হাজারের বেশি বহুতল ভবন আগামী ৫০ বছরের মধ্যে বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই সমীক্ষার জন্য বিশেষজ্ঞরা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন, এই পাঁচটি মহানগরের ৮৭৮ কিলোমিটার জায়গা ভঙ্গুর হয়ে রয়েছে। এখানে ভূগর্ভস্থ পানিরস্তর নেমে গিয়েছে, ব্যাপক আকারে নতুন নির্মাণ হচ্ছে। গত কয়েক দশকে গ্রাম থেকে শহরের দিকে কর্মসংস্থানের...
Developed by BDITHOST