নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:১৪। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের তুলনায় এ বছর মাথাপিছু আয় বেড়েছে ৬৩ ডলার।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত রয়েছে শীর্ষে, যার পরপরই অবস্থান করছে বাংলাদেশ। ভারতের মাথাপিছু জিডিপি বর্তমানে ২ হাজার ৬৯৬ ডলার—বাংলাদেশের তুলনায় ১০৩ ডলার বেশি।

আরও পড়ুনঃ  ইউক্রেনে সেনা মোতায়েনে রাজি ২৬ দেশ

এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার। সেই তুলনায় বাংলাদেশের অবস্থান ১২তম।

আরও পড়ুনঃ  ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

তালিকার আরও কিছু উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, যাদের মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় ১ হাজার ডলার কম।

আরও পড়ুনঃ  আরও তিন দলের ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত, এখন পর্যন্ত উঠল যারা

সবচেয়ে কম মাথাপিছু জিডিপির দেশ হিসেবে তালিকায় রয়েছে আফগানিস্তান, যেখানে এই সংখ্যা মাত্র ৪১৩ ডলার।

বিশ্লেষকদের মতে, আয়ের এই বৃদ্ধি সামগ্রিকভাবে ইতিবাচক হলেও, বৈশ্বিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থনীতির টেকসই ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।