অনলাইন ডেস্ক : বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের তুলনায় এ বছর মাথাপিছু আয় বেড়েছে ৬৩ ডলার।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত রয়েছে শীর্ষে, যার পরপরই অবস্থান করছে বাংলাদেশ। ভারতের মাথাপিছু জিডিপি বর্তমানে ২ হাজার ৬৯৬ ডলার—বাংলাদেশের তুলনায় ১০৩ ডলার বেশি।
এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার। সেই তুলনায় বাংলাদেশের অবস্থান ১২তম।
তালিকার আরও কিছু উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, যাদের মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় ১ হাজার ডলার কম।
সবচেয়ে কম মাথাপিছু জিডিপির দেশ হিসেবে তালিকায় রয়েছে আফগানিস্তান, যেখানে এই সংখ্যা মাত্র ৪১৩ ডলার।
বিশ্লেষকদের মতে, আয়ের এই বৃদ্ধি সামগ্রিকভাবে ইতিবাচক হলেও, বৈশ্বিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থনীতির টেকসই ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।-ইত্তেফাক