
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবারকেই বড় ভূমিকা রাখার আহ্বান জানান। রোববার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক]ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে। বিভাগীয় কমিশনার বলেন, ‘মুখে অনেক কথা বলা যায়, কিন্তু হয় না। বাস্তবে আমাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সন্তানের মাদকাসক্তের জন্য কোন না কোন কারণ থাকে। সেই কারণের মধ্যে যেন সন্তান না পড়ে সেই দায়-দায়িত্ব অভিভাবকের। এটি খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‘সারাদেশে দেড় লাখের বেশি মাদক ব্যবসায়ী রয়েছে। এরমধ্যে প্রায় ৫০ হাজার নারী। জেনে হোক, না...
Developed by BDITHOST