নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সন্ধ্যা ৬:০০। ৪ আগস্ট, ২০২৫।

মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত রুই-কাতলা এখনো ধরা পড়ছে না

আগস্ট ৪, ২০২৫ ২:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে এখন ইয়াবা চালানকারী ধরা পড়ছে। কিন্তু এগুলো ধরা পড়লেও রুই-কাতলাগুলো ধরা পড়ছে না। পুটি আর টেংরা ধরা পড়ছে। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রুই-কাতলাকেও আইনের আওতায় আনতে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের আজকের মিটিং এ মোটামুটি দেশের সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে সাম্প্রতিক ঘটনা ও ভবিষৎতে কি ঘটতে পারে সেসব নিয়ে আলোচনা হয়। বৈঠকে আমরা বিশেষভাবে মাদকের ওপর বেশি জোর দেই। কারণ মাদকটা আমাদের দেশে একটা বড় সমস্যা হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। বিষয়টা হলো আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সেগুলোর সব তো আমরা উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা সব সময় জারি আছে। কিন্তু আমাদের বাহিনী তো একটা, তারা একদিকে মনোযোগ দিলে আরেক দিকে ক্রাইম বেড়ে যায়।

অপর এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

আরও পড়ুনঃ  বিচ্ছেদের তিন মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত

নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে করা এক প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরাক্ষার দরকার হয় না।

আরও পড়ুনঃ  ভোলাহাটে যুবক-যুবতীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।