
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আসাদুল (৮) নামের এক মাদরাসা ছাত্রকে হাত-পা বেঁধে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন বাইতুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ইকবাল হোসাইনের বিরুদ্ধে। প্রহৃত আসাদুল ওই মাদরাসার হেফজ শিক্ষার্থী এবং হারিয়াকাহন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় বুধবার (৬ সেপ্টম্বর) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিক্ষার্থী চিকিৎসা নিতে দেখা যায়। এ ব্যাপারে মামলা না করে সালিশী করে বিচার করার আশ^াস দিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটি। আসাদুলের পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুলের জন্ডিস হওয়ায় তিন দিন মাদরাসায় অনুপস্থিত ছিল। রোববার (৩ সেপ্টম্বর) রাত ১১টার দিকে দুই সহপাঠী সজিব ও সিয়ামকে দিয়ে বাড়ি থেকে ডেকে নেয় মাদরাসার ওই শিক্ষক। আসাদুলের ধারণা হয় সিয়াম তার কাছে টাকা পেতো সেজন্য এসেছে। আসাদুলের মা শোভা খাতুন পাওনা...
Developed by BDITHOST