অনলাইন ডেস্ক : জেন-জিদের নেতৃত্বে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বিদ্রোহী একটি ইউনিট তরুণদের আন্দোলনে সমর্থন জানানোর পর ফরাসি সামরিক বিমানে করে প্যারিসে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর দেশের ক্ষমতা দখলে নিয়েছেন কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা। চলুন জেনে নেওয়া যাক কে এই মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা? • মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল। • চলতি সপ্তাহে ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন...
Developed by BDITHOST