অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও তিনটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে আকাশ আলী (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গুটিয়া কায়া গ্রামের মিন্টু শেখের ছেলে। তবে আহত চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে খুলনা শহর থেকে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে শিবচর থানার ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সিবাজার এলাকার ৩নং ব্রিজের কাছে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায় এবং বৃষ্টির জন্য পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ পথচারীসহ তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল তিনটি দুমড়েমুচড়ে যায়। দাঁড়িয়ে থাকা...
Developed by BDITHOST