
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করবে দলটি। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভুমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন অভাব থাকবে না। বক্তব্যের এক পর্যায়ে নেতারা আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে কোনদিন যেন স্বৈরাচারের...
Developed by BDITHOST