অনলাইন ডেস্ক: অভিনয়ের জন্য বলিউড তারকাদের অনেক সময়ই নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু ভূমিকায় কাজ করতে হয়। কিন্তু কিছু অভিনয়শিল্পী রয়েছে যারা তাদের নিজস্ব সীমারেখার বাইরে গিয়ে কখনো দর্শকদের সামনে হাজির হন না। তাদেরই একজন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নায়িকাদের ছবির প্রয়োজনে নানা দৃশ্যে অভিনয় করতে হয়। পরিচালকের কথামতো কখনো খোলামেলা অবতারেও নিজেদের মেলে ধরতে হয়। এদিক থেকে সবসময়ই বিপরীত পথেই হেঁটেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারে কখনোই নিজেকে খোলামেলা রূপে ভক্তদের সামনে হাজির করেননি তিনি। তবে একবার মাধুরীকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। অভিনেত্রীকে একটি সিনেমার দৃশ্যে কেবলমাত্র অন্তর্বাস পরে শুটিং করতে বাধ্য করছিলেন পরিচালক। সেই নির্মাতার নাম টিনু আনন্দ। বলিউডের বেশ নামজাদা অভিনেতা এবং পরিচালক। নব্বইয়ের শুরুর দিকে মাধুরী এবং অমিতাভকে একই ছবিতে সাইন করিয়েছিলেন তিনি। ছবির শুটিংয়ের প্রথম দিনই ঘটেছিল...
Developed by BDITHOST