
অনলাইন ডেস্ক : বলিউডের ‘দিল’ ছবিতে প্রথম জুটি বাঁধেন আমির খান ও মাধুরী দিক্ষিত। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সে সময় তাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। কিন্তু তাদের নিয়ে রয়েছে একটি অদ্ভুত কাণ্ড। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! শ্যুটিংয়ের ফাঁকেই মজা করে এ কাজ করেছিলেন বলে জানিয়েছেন আমির নিজেই। কিন্তু আমিরের এমন কাণ্ডে ঠিক কী প্রতিক্রিয়া ছিল অভিনেত্রী মাধুরীর? এক পডকাস্টে উপস্থিত হয়ে আমির এই ঘটনার নেপথ্য কারণ ব্যাখ্যা করেন। পরিচালক ইন্দ্র কুমারের দিল ছবিতেই ঘটে এ কাণ্ড। আমির জানান, শ্যুটিংয়ের সময় মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। এক পর্যায়ে মাধুরীর হাতে থুতু দিয়ে বসেন আমির। এরপরেই নায়ককে হকিস্টিক দিয়ে তাড়া করেছিলেন মাধুরী। ২০১৬ সালে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন মাধুরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেত্রীকে...
Developed by BDITHOST