
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার চিহ্নিত সন্ত্রাসীও কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এছাড়া হত্যা, মাদক, চাঁদাবাজি, বোমাবাজি মামলার আসামিও ভোটে দাঁড়িয়েছেন। এরা ভোটের মাঠে উত্তেজনা ছড়িয়েছেন। ঘটেছে সহিংসতাও। তবে তাদের গোয়েন্দা নজরদারির ভেতরেই রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। সোমবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। বুধবারের (২১ জুন) সিটি নির্বাচন নিয়ে সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব অধিনায়ক। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার আসামিরা প্রার্থী হয়েছেন এ বিষয়টি নির্বাচন কমিশনার যখন এসেছিলেন তখনও তোলা হয়েছিল। বলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা সবাই জামিনে আছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী তারা অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের কার্যক্রম আমরা নজরে রেখেছি। আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রয়েছে। ভোটের দিন তারা সহিংসতা করতে...
Developed by BDITHOST