
স্টাফ রিপোর্টার : এই সরকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জমের মত ভয় করে। কারণ তারক রহমান যা বলেন তা করে দেখান। আগামীর রাষ্ট্রনায়ক তারুন্যের তারেক রহমান এই সরকার পতনের একদফা ঘোষনা করেছেন। তাঁর ঘোষনা অনুযায়ী বাংলাদেশের আঠারো কোটি মানুষ জেগে উঠেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং সমমনা দলগুলোর যুগপদ আন্দোলন দেখে ভয় পেয়ে তারেক রহমানের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। কিন্তু এই রায় বাংলাদেশেল মানুষ মানেনা। আর কোনদিন মানবেও না বলে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীা মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আযুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়েকৃত ভিত্তিহীন ও মিথ্যা মামলা আজ্ঞাবহ আদালত কর্তৃক ফরমায়েশী রায়ের প্রতিবাতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি...
Developed by BDITHOST