
স্টাফ রিপোর্টার : অগ্নিদগ্ধ হয়ে মা ফরিদা ইয়াসমিনের (৪২) মৃত্যু হয় ঘটনার দিনই। এরপর আশঙ্কাজনক অবস্থায় তার দুই ছেলেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ছোট ছেলে রাফিউল বাসারের (১৯) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বড় ছেলে রাশিদুল বাসারের (২৬) অবস্থাও আশঙ্কাজনক। রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে আগুনে পুড়ে স্কুল শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের মৃত্যুর হয়। পরে তার দুই ছেলেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার ছোট ছেলে রাফিউল মারা যান। তার বড় ছেলের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শুক্রবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর...
Developed by BDITHOST