
অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে। তবে এবার এক ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন তিনি; মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে। ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যেখানে ফুটে ওঠে রাজকীয় আবহ। গলায় ভারী গয়না, হাতে চুড়ি, কানে ঝুমকা; সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কনের সাজে। এছাড়াও তার মানানসই চুলের বাঁধন ও মৃদু মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তোলে। বুধবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া জানিয়ে দেন এই সাজ ও শাড়ির নেপথ্যে থাকা কিছু গল্প। জয়া লেখেন, ‘এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে...
Developed by BDITHOST