অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা ফের আলোচনায়। সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর ছবি ‘থাম্মা’-র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। গানটিতে রাশমিকার পাশাপাশি কোমর দুলিয়েছেন ৫২ বছর বয়সী মালাইকা আরোরাও। নাচে এখনও আগের মতোই পারদর্শী মালাইকা; তার পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। তবে তার ছেলে আরহান খানের আপত্তি রয়েছে এতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন অভিনেত্রী। মালাইকা বলেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও বলেছে, ‘তুমি এরকম নাচতে পারো না!’” যদিও খানিকটা পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ও এভাবে ঠাট্টা করে, মজা করে বলেছিল।’ মালাইকা জানান, আরহান শুধু সমালোচনাই করে না, বরং খুব ভালো নাচতেও পারে। গর্ব করে অভিনেত্রী বলেন, ‘ও অসাধারণ নাচে। ধন্যবাদ, ও আমার কাছ থেকেই এই গুণটা পেয়েছে।’ ছেলের সঙ্গে তার...
Developed by BDITHOST