নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:৫৭। ৪ আগস্ট, ২০২৫।

মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

আগস্ট ৩, ২০২৫ ১০:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভালো কাজের স্বীকৃতি দেরিতে পেলেও এর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে তমা বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি আসে সেটা অনেকে অনেক আগে পেয়ে যায়, অনেকের অনেক সময় লাগে। এটাকে আমি আগে পাওয়া বলবো বা অনেক সময় পরে পেলাম কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুল্লিলাহ্। আমার জন্য সবাই দোয়া করবেন। খুবই তাড়াতাড়ি অফিশিয়ালি এটার ঘোষণা আসবে আমার পরবর্তী ছবি কোনটা আসবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে আমিরুল মোমিন হত্যা মামলার আসামি গ্রেফতার

তিনি আরও যোগ করেন, দেরিতে হলেও তার পরবর্তী সিনেমাটি ভালো হবে এবং দর্শক পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবে। বিয়ে প্রসঙ্গে তিনি জানান, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি তার কাজকে গুরুত্ব দিতে চান।

তমার কথায়, ‘বিয়ের এখনো সেরকম পরিকল্পনা নেই। কাজটা করি মন দিয়ে এর মাঝে কোনো কিছুতে ফোকাস দিতে চাই না। ভালো ভালো কাজ করতে চাই। আর জন্ম মৃত্যু বিয়ে তো যখন হওয়ার আল্লাহ ওভাবেই ঠিক করে রাখে। আমি জানি না কখন হবে, যখন হওয়ার তখনই হবে। তাই তাড়াহুড়োর কিছু নেই।’

আরও পড়ুনঃ  সোমবার থেকে দেশের ৪ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে নানা জল্পনা চলছে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ টুর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সাথে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সাথে ওভাবে কোনো কথা হয়নি। যদি সুড়ঙ্গ টুর সাথে সম্পৃক্ত হই তাহলে সেটা সবাই জানতে পারবে।’

তিনি আরও বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি। তার কথাং, ‘আমি তো সব সময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে আছে এটা থাকে। ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।