
অনলাইন ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছিল। তবে অক্টোবর মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগেই গত মাসের চেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ কমবে না, বরং বাড়তে পারে। এর ফলে এ বছরের সংক্রমণ চলতে থাকবে এবং আগামী বছরেও দেশ ডেঙ্গু থেকে পুরোপুরি মুক্তি পাবে না। বিশিষ্ট কীটতত্ত্ববিদ তৌহিদউদ্দিন আহমেদ বলেন, এবার ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিকভাবে। এবার যেমন ডেঙ্গুর বিস্তার ঘটেছে প্রাকৃতিকভাবে, কমবেও প্রাকৃতিকভাবে। সর্বশেষ গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৬৮ জন। তবে এ সময় কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ে দেওয়া প্রাত্যহিক প্রতিবেদনে এ...
Developed by BDITHOST