
বিশ্বনাথ দেবনাথ জীবনের ধারাপাত—যতসব রেখাপাত—ক্ষণিকের লভ্যাংশ—ভগ্নাংশ— সমীকরণ—মিলবে কোন্ কালে?কোন্ পথে কোন্ ক্ষণেজানিবে সে কোন্ জন? আলোর মশাল জ্বেলে বধূবেশে এসেছিলে—আঁধারের অবসান হয়;সংসার-সাগর মাঝে যে তরী ভাসিয়েছিলেকতকাল আগে…কত ঝড় কত ঝঞ্ঝা কতশত বিপদসঙ্কুল পথপাড়ি দিয়ে এতকাল পরে তীরে ভিড়ালে তরী…পুত্র পরিজন যত নাতি পুতি শত— কে রাখিবে মনে? মাটির দেবতাকে পূজিনি গো মাপূজেছি তোমায়!কোলে-পিঠে করে করেছো মানুষদিয়েছো বুকে ঠাঁই!তোমার সাজানো এই ঘর—কতশত স্মৃতি পড়ে আছে অবহেলা অনাদরে!হায়, তুমি আর আসবে না ফিরে এই চরাচরে!যা-কিছু ছিলো সবই রেখে শূন্য হাতে তুমি গেলে চলে!রাখিতে পারিনি ধরে— এ বিশ্বচরাচর মাঝে! মা, কড়ি দিয়ে কেনা যাবে না তোমায়;তুমি যে অমূল্য ধন!ইতিহাসের ছোঁয়া লাগেনি গো মাতবু ইতিহাস হয়ে রও।
Developed by BDITHOST