নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। ভোর ৫:৩০। ৯ মে, ২০২৫।

মিছিল নিয়ে যমুনার সামনে যাচ্ছেন নাহিদ ইসলাম

মে ৯, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১২টা পর বাংলামোটর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বাহির হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সামনে পর্যন্ত আসেন।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। তারপর থেকে যমুনার সামনে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। রাত সাড়ে ১২টা পর্যন্ত বেশ কয়েকটি ছাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।