
রিউমার স্ক্যানার বাংলাদেশ গত জানুয়ারিতে ২৭১টি, ফেব্রুয়ারিতে ২৬৮টি এবং মার্চে ২৯৮টি ভুল তথ্য শনাক্ত করার কথা জানিয়েছে তাদের ওয়েবসাইটে। রিউমার স্ক্যানার বাংলাদেশ হলো আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশের একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৭ মার্চ থেকে প্রতিষ্ঠানটি গুজব বা ভুয়া খবর সর্ম্পকে সঠিক তথ্যটি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। রিউমার স্ক্যানার মার্চ মাসে শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৬৮টি, বিভ্রান্তিকর হিসেবে ৯৭টি এবং বিকৃত হিসেবে ৩১টি ঘটনাকে সাব্যস্ত করেছে । এ ছাড়া তথ্যকেন্দ্রিক ভুল ছিল ১১০টি এবং ছবিকেন্দ্রিক ভুল ছিল ৪৫টি। আমাদের দেশে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়। প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে ব্যবহার করে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য, গুজব বা অপতথ্য ছড়ানো হয়। এরপর রয়েছে এক্স, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। দেশের গণমাধ্যমও পাঁচ শতাংশের বেশি ভুল...
Developed by BDITHOST