
বিনোদন ডেস্ক : কয়েকটি ইউটিউব সিরিজে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন মিথিলা পালকর। ওটিটিতেও অভিনয় করেছেন। ইরফান খান, সালমানের সঙ্গে ‘কারওয়া’ ছবিতে দেখা গেছে তাকে। এবার বাংলা গান গেয়ে আবারও মন জয় করলেন মারাঠি কন্যা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন মিথিলা। যেখানে দেখা গেছে, তিনি টলিউডের ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি গাইছেন। মারাঠি কন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গেছে। সেলফি ক্যামেরায় নিজেই ভিডিওবন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতোমধ্যেই গানটি শেয়ার করতে শুরু করেছেন নেট দুনিয়ায়। তবে এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা। ‘অন্তহীন’ ছবির ‘ফেরারি মন’ গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে। লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান ‘না যেও না-রজনী এখনও বাকি’ গানটিও গেয়েছেন। এবার ‘প্রেমে পড়া বারণ’ শুনে তার প্রেমে...
Developed by BDITHOST