
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশজুড়ে একটি মহল ষড়যন্ত্র করে। এবারো সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য আমাদের সচেতন থাকতে হবে। মিথ্যাচার আর অপপ্রচারের জবাব দিতে হবে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে। বর্তমান সরকার বিগত ১৪ বছরে যে অভুতপূর্ব উন্নয়ন করেছে সেগুলোর প্রচার করুন। শনিবার রাজশাহীর পবায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় আসাদ এসব কথা বলেন। শনিবার বিকেলে আসাদুজ্জামান পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের মড় মড়িয়া বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রধানমন্ত্রীর বার্তা মানুষের কাছে তুলে ধরেন। আসাদের আগমনের খবরে বিপুল সংখ্যক নারী পুরুষ সেখানে উপস্থিত হন। এসময় পথসভায় আসাদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন...
Developed by BDITHOST