
কামাল বারি সন্ধ্যার সুন্দর অবকাশ— ভরিয়ে তো দাও শরীর জালে! হাতের দারুণ কসরত— জাল ছুড়েছো অতল জলে মহাকাশে; বন্দরে বন্দরে জমকাল পোশাক আদি বিদ্যা বয়ন; মিথ্যা চয়নে খুলেছে তাবৎ তরুণের চোখের মণি! মুখোমুখি আজ জীবন—জীবাণু! রাতের ঊরু আলোছায়া-নীল— ফেনিল পাত্রে কামুক ঠোঁট— সাঁতরে ফেরে আদিগন্ত ভূগোল— চাকার আয়ু ঘোরে জ্বালাময়ী শব্দজালে— হায়, সময়রেখায় এইসব লাবণ্য দেখেছি আমি শতচোখে— এই জলবায়ু আমাদের চুম্বন করে ভীষণ রোষে! নীল শৃঙ্গারে বিষিয়ে যায় প্রাণ! শীতসংগীত জটিল উষ্ণতা ভরা…! শাওন পর্বে প্রলম্বিত দাহকাল! ফুলে ফলে ব্যাধি... জলে বাতাসে কালচিতানো এডিস শরীর— এইসব স্বরচিত জীবাণুর মুখোমুখি জীবন! জীবনের জন্য জীবন দাঁড়াও— হায় নিষ্ঠুর পৃথিবীর!
Developed by BDITHOST