অনলাইন ডেস্ক : মাতৃত্বের কারণে কাজের সময়সীমা কমিয়ে আট ঘণ্টা করার শর্ত দেওয়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে 'স্পিরিট' এবং 'কল্কি ২৮৯৮ এডি' (সিকুয়েল) ছবি দুটি থেকে বাদও পড়েছেন তিনি। কাজ হারানোর পর থেকেই তাকে 'অপেশাদার' তকমা দিয়ে নানা কটাক্ষ করা হয়। কিন্তু এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুললেন 'পদ্মাবত' খ্যাত এই তারকা। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির 'দ্বিচারিতা' নিয়ে তিনি এক সাক্ষাৎকার কথা বলেছেন। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া এবং তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক।’ দীপিকা এর সঙ্গে বলিউডের ভেতরের 'দ্বিচারিতা' ও...
Developed by BDITHOST