
বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিছু দিন আগে বলিউড নিয়ে বোমা ফাটিয়েছেন। অভিযোগের আঙুল তুলেছেন প্রযোজক, পরিচালক করণ জোহরের দিকে। অথচ সামনাসামনি দেখা হতেই করণকে জড়িয়ে ধরলেন। বোঝাই যাচ্ছে, দেশে ফিরে তিক্ততা ভুলে খোশমেজাজে আছেন পিগি চিপস। হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। নীতা এবং মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে এক ছাদের নিচে বড় বড় তারকারা। তবে নিক-প্রিয়াঙ্কা দম্পতি শুধু চার দেয়ালে বন্দি থাকতে চাননি। স্বামী নিককে নিয়ে নিজ দেশের আলো-বাতাস ও মাটির গন্ধ শুঁকতে প্রিয়াঙ্কা বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়। প্রাইভেট কার নয়, সোজা গিয়ে উঠলেন অটোরিকশায়। প্রিয়াঙ্কার রঙিন পোশাকে যেন ঝলমল করে উঠল রাতের মুম্বাই। অটোকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে একের পর এক ছবি তুলে চললেন অভিনেত্রী। নিকের...
Developed by BDITHOST