নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:১৬। ১৭ নভেম্বর, ২০২৫।

মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন আয়ারল্যান্ড কোচ

নভেম্বর ১৭, ২০২৫ ৮:২৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ইনিংস ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। এবার শেষ টেস্টে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে আইরিশরা। আর এই টেস্ট ম্যাচটি মুশফিকুর রহিমের শততম টেস্ট।

বড় অর্জনের জন্য মুশফিককে অভিনন্দন জানালেও এই টেস্টে তার ব্যাটে রান চান না আইরিশ কোচ হেনরিখ মালান। আজ (সোমবার) মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘দেশের জন্য ১০০টি টেস্ট ম্যাচ খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি টেস্ট খেলেছি। তাই, এটা ধৈর্যের একটা চিত্র তুলে ধরে। এর পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। আপনি যদি যোগ করেন, তাহলে প্রায় চার-পাঁচশ ওয়ার্ম-আপ হবে যা সে এই সময়ে করেছে।’

‘তাই, আমাদের জন্য এটাই বোঝা যে টেস্ট ক্রিকেট একটা কঠোর পরিশ্রমের খেলা, এবং আশা করি এই পাঁচ দিন সে ভালো না খেলুক, তবে ১০০তম টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।’

মুশফিকের পেশাদারিত্ব নিয়ে আয়ারল্যান্ডের কোচ বলেন, ‘আমি মনে করি তার পেশাদারিত্ব (এতদিন ধরে খেলে আসার কারণ)। আমি ভোরে উঠি এবং প্রতিদিন সকালে হোটেলে তাকে সকাল ৬:৪৫ টায় নাস্তা করতে দেখি।’

‘তারপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্য খেলোয়াড়রা আসার আগেই সে তার ওয়ার্ম-আপ, স্ট্রেচিং এবং ব্যাটিং অনুশীলন করে। আমার মনে হয় আপনি যদি ধারাবাহিকভাবে এমন সময় দেন যখন আলো নেই, তবে আলো জ্বলে উঠলে পারফর্ম করার মতো পুঁজি আপনার থাকে, যা সে সময়ের সাথে প্রমাণ করেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।