জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুরো অর্থনীতিতে চাপে ফেলবে। এতে স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, পণ্য পরিবহণসহ সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। ফলে অর্থনীতি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যুক্তিসঙ্গত নয়। শনিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা এসব কথা বলেছেন। এ বিষয়ে শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, তেলের দাম বাড়লে উৎপাদন ও পণ্য পরিবহণ খরচ বাড়বে, মূল্যস্ফীতি হবে, এটাই স্বাভাবিক। এখন বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী। করোনার সময় যখন তেলের দাম কম ছিল, তখন ৪৮-৫০ হাজার কোটি টাকা মুনাফা হয়েছে। ওই টাকা দিয়ে এখন ভর্তুকি দেওয়া যেত। এছাড়া জ্বালানি তেলের ওপর ৩৪ শতাংশ শুল্ককর আছে। এটি কমিয়েও তেলের দাম সমন্বয় করা যেত। সব সময় আমরা...
Developed by BDITHOST