
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) ভোরে তার মরদেহ দাফন করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী নগরীর খোঁজাপুর ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়। এরপর ৬টার দিকে খোঁজাপুর গোরস্থানে দাফন করা হয়। জাহাঙ্গীর আলমের তার পারিবারিক সুত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত ১২টার দিকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। একই মঞ্চে ফাঁসি কার্যকর হওয়া আরেক আসামি ড. মিয়া মো. মহিউদ্দিনের মরদেহ রাতেই তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়। রাজশাহীতে জাহাঙ্গীরের মরদেহ দাফনের সময় তার বড় ভাই সোহরাব হোসেন, ছোট...
Developed by BDITHOST