
অনলাইন ডেস্ক : মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি। উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পাঁচ লাখ টাকা প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও...
Developed by BDITHOST