
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন আগামী বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাসিক নির্বাচনে এই প্রথমবারের মতো ভোটগ্রহণের জন্য ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। তাই সবাই ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এবার রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন মেয়রপ্রার্থী। তবে একজন প্রার্থী নির্বাচন বয়কট করায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী নির্বাচনে রয়েছেন। তারা সবাই নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। রাসিক নির্বাচনে কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। যদিও...
Developed by BDITHOST