নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:৪৪। ২৪ জুলাই, ২০২৫।


Girl in a jacket

মেয়ের নিরাপত্তায় বন্দুক রাখতে চেয়েছিলেন রিচা চাড্ডা

জুলাই ২৩, ২০২৫ ১০:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : মা হওয়া প্রতিটি নারীর কাছেই এক অনন্য অনুভূতি। আনন্দ, উদ্বেগ আর অসীম দায়িত্বের মিশেল। সেই পথেই হেঁটেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

তবে নায়িকার মাতৃত্বযাত্রা মোটেও সহজ ছিল না। সন্তানকে নিয়ে শুরুর দিন থেকেই ছিল দুশ্চিন্তা। এমনকি মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে বন্দুক রাখার কথাও ভেবেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি লিলি সিংয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন খোলামেলা স্বীকারোক্তি করেছেন রিচা। জানিয়েছেন, গর্ভাবস্থার শুরু থেকেই তিনি ছিলেন আতঙ্কে। বিশ্বজুড়ে যুদ্ধ, হিংসা, বোমা বিস্ফোরণ, দুর্ঘটনা—সব মিলিয়ে এমন পরিবেশে সন্তান মানুষ করা নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সালের ১৬ জুলাই কন্যাসন্তান জুনাইরার জন্ম দেন রিচা। তবে মেয়ের জন্মের পরও সেই আতঙ্ক পুরোপুরি কাটেনি।

অভিনেত্রীর কথায়, ‘এই সময়ে ভারতে একটি মেয়ের জন্ম হওয়াটা নিজেই একটা বড় চিন্তার বিষয় ছিল আমার কাছে। এমনকি মাথায় এসেছিল বাড়িতে বন্দুক রাখার কথাও। তবে এখন আর সেসব ভাবি না। বরং ভাবি, মেয়েকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলব।’

আরও পড়ুনঃ  ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ আলওয়ালিদ

গর্ভাবস্থার মানসিক টানাপোড়েন নিয়েও মুখ খুলেছেন রিচা। বলেন, ‘গর্ভধারণ করার পরও মনে হতো—এই সিদ্ধান্তটা কি ঠিক? কারণ একজন স্বাধীনচেতা নারী হিসেবে বুঝতে পারি, সন্তান মানে এক বিশাল দায়িত্ব। প্রথম ছয় মাস শুধু খাদ্যের জন্যই সে পুরোপুরি নির্ভরশীল থাকবে আমার উপর। এমন এক জীবনের জন্য আমি তৈরি তো?’

তবে সময়ের সঙ্গে বদলেছে রিচার মানসিকতা। এখন তার লক্ষ্য, মেয়েকে আত্মনির্ভর ও সাহসী মানুষ হিসেবে গড়ে তোলা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লক্ষ টাকা জরিমান ও ১জনের ৬ মাসের কারাদন্ড

উল্লেখ্য, রিচা চাড্ডাকে জুলেটজেটে দেখা গেছে সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে, যেখানে তিনি ‘লাজ্জো’ চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, তার স্বামী আলি ফজলকে জুলেটজেটে দেখা গেছে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।